
লালমনিরহাটের ২৫০ শয্যার সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। রোববার (১৮ মে) দুপুরে কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে অভিযানটি সম্পন্ন হয়।
অভিযানের সময় দুদকের দল হাসপাতালের রোগীদের খাবারের পরিমাণ, সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম স্টোর রুম পরিদর্শন করেন। তদন্তে জানা গেছে, রোগীদের জন্য স্বীকৃত ৯০ গ্রাম খাবারের পরিবর্তে মাত্র ৩০ থেকে ৫০ গ্রাম খাদ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া ঔষধের সরবরাহেও ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া গেছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোকাদ্দেম এবং আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সামিরা অভিযানে উপস্থিত ছিলেন।
দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, অভিযানের পুরো প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরমান/সাএ
সর্বশেষ খবর