
চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতারকে ‘বিব্রতকর’ ঘটনা হিসেবে উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এই ধরনের ঘটনায় সংবেদনশীলতা ও সতর্কতা জরুরি।
রোববার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে ফারুকী বলেন, “আমি সাধারণত মন্ত্রণালয়ের বাইরে কোনো বিষয়ে মন্তব্য করি না। তবে আমার একটি পরিচয় আছে—আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং কিছুদিন পর আবার সে জায়গায় ফিরেও যাবো। সেই জায়গা থেকেই বলছি, নুসরাত ফারিয়ার গ্রেফতার আমাদের জন্য একটি বিব্রতকর ঘটনা হয়ে থাকলো।”
তিনি বলেন, সরকারের মূল দায়িত্ব ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ঘটনাগুলোর প্রকৃত অপরাধীদের বিচার করা। অথচ এমন ঢালাও মামলায় প্রাথমিক তদন্ত ছাড়াই কাউকে গ্রেফতার করা হলে তা ন্যায়বিচার এবং প্রশাসনিক ভারসাম্যের জন্য হুমকি হতে পারে।
ফারুকী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, “ফারিয়ার বিরুদ্ধে মামলাটি নতুন নয়। এতদিন তদন্ত চলছিল, কিন্তু গ্রেফতারের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। অথচ তিনি যখন বিমানবন্দরে যান, তখনই ঘটনাটি ঘটে। এর পেছনে অতিরিক্ত সুরক্ষা-সতর্কতা বা রাজনৈতিক ক্ষোভ থেকেও সিদ্ধান্তটি আসতে পারে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশগমন কেন্দ্রিক ক্ষোভ এবং অতিসতর্ক মানসিকতা হয়তো কিছু কর্মকর্তাকে ত্বরিত সিদ্ধান্তে নিয়ে গেছে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সমর্থনযোগ্য কিছু নেই।”
উপদেষ্টা ফারুকী আশা প্রকাশ করেন, নুসরাত ফারিয়া আইনগত প্রতিকার পাবেন এবং ভবিষ্যতে এমন সংবেদনশীল বিষয়গুলো আরও সতর্কভাবে হ্যান্ডেল করা হবে।
তার কথায়, “আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রধান কাজ হচ্ছে প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাওভাবে সবাইকে জড়ানোর চেষ্টা আমাদের মূল লক্ষ্যে ব্যাঘাত ঘটাতে পারে।”
উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে একটি পুরনো মামলার প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
সর্বশেষ খবর