
দেশের উচ্চশিক্ষা খাতে পেশাদার, মানবিক ও দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে চলেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। শিক্ষার মানোন্নয়ন ও সুযোগ সম্প্রসারণে অব্যাহত উদ্যোগের অংশ হিসেবে সামার-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ২৩ মে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
বহুবিধ শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর সুযোগ:
স্নাতক পর্যায়ে:বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, অ্যাগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ইংরেজি স্নাতকোত্তর পর্যায়ে: এমবিএ, এমপিএইচ, এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আবেদন করতে হবে অনলাইনে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.iubat.edu/admission
১০০% পর্যন্ত মেধাবৃত্তি ও ১০২ ধরনের স্কলারশিপ:
আইইউবিএটি শুরু থেকেই আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে রয়েছে। সামার-২০২৫ সেশনে শিক্ষার্থীদের জন্য থাকছে ১০০% পর্যন্ত মেধাবৃত্তি, মেয়েদের জন্য বিশেষ ১৫% বৃত্তি, এবং মোট ১০১ ধরনের স্কলারশিপ। এই বৃত্তিগুলো শুধু অর্থনৈতিক সহায়তাই নয়, শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সম্ভাবনার দুয়ার খুলে দেয়।
ফ্রি ট্রান্সপোর্ট সুবিধা:
ঢাকার সব রুট ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও সাভার থেকে আইইউবিএটির নিজস্ব বাস চলাচল করে। শিক্ষার্থীদের নিরাপদ, সাশ্রয়ী ও সময়ানুগ যাতায়াত নিশ্চিতে বিশ্ববিদ্যালয় এ সুবিধা প্রদান করে আসছে দীর্ঘদিন ধরে। ফ্রি ট্রান্সপোর্ট সুবিধা শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক উপাদান।
সবুজ ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ:
ঢাকার ব্যস্ত নগরজীবনের একপাশে, উত্তরার প্রাণকেন্দ্রে অবস্থিত আইইউবিএটির ২০ বিঘা সবুজ ক্যাম্পাস ছাত্রছাত্রীদের জন্য একটি শান্ত, নির্মল ও সৃজনশীল পরিবেশ তৈরি করেছে। এখানে রয়েছে:আধুনিক শিক্ষাভবন,সমৃদ্ধ লাইব্রেরি, ফ্রি ওয়াইফাই, ইনডোর গেমস, শহীদ মিনার এবং খেলার মাঠ সহ নানা ধরনের সুযোগ সুবিধা।
শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে রয়েছে প্রোগ্রামিং ক্লাব, বিতর্ক প্রতিযোগিতা, উদ্যোক্তা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ ক্লাবভিত্তিক কার্যক্রম।
আরমান/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর