
শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় ১৫টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
জেলা সড়ক বিভাগ জানায়, শরীয়তপুর শহরের ধানুকা হতে পালং উত্তর বাজার পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তাটি ৬০ থেকে ৭০ ফুট প্রশস্ত জমি অধিগ্রহণ করে চব্বিশ ফুট রাস্তা নির্মাণ করা হয়। বর্তমানে অধিগ্রহণ করা বাকি জমির দখল হয়ে গেছে অন্তত ৮৭ শতাংশ। রাস্তার পাশের এ সকল জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে অন্তত ১৪৬টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। একাধিকবার দখলদারদের সরে যেতে নোটিশ দেয়া হলেও তারা সরে যায়নি। পরে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সোমবার সকালে ধানুকা স্টেডিয়াম থেকে কোর্টের মোড় এলাকার অন্তত ১৫টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় জেলার সড়ক বিভাগ। আর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান চলমান রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসন।
সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান রাসেল বলেন, শরীয়তপুর শহরের রাস্তার জমিতে গড়ে উঠেছে ১৪৬টি অবৈধ স্থাপনা। আজ সেই স্থাপনাগুলো উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। সেই মোতাবেক ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হলো। উচ্ছেদের পরে পুনরায় যেন দখল না হয়, সেই ব্যবস্থাও নেয়া হবে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, ধানুকা স্টেডিয়াম থেকে কোর্টের মোড় পর্যন্ত সড়ক বিভাগের মালিকানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সড়ক বিভাগ এই অভিযান পরিচালনা করছেন। আর সব ধরনের আইনগত সহায়তা করছি আমরা। আজ ১৫টি স্থাপনা উচ্ছেদ করেছি। বাকি অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর