
খুলনার পাইকগাছায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক কন্যা বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের আসাদুল শেখার ১৩ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া কন্যার সাথে পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার ছেলে জাকির হোসেনের সাথে আনুষ্ঠানিক ভাবে বিবাহের আয়োজন চলছিল।
এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন'র নির্দেশে উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন দলনেতা মো. ফয়সাল হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহটি বন্ধ করে দেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে বাল্য বিবাহ আইনে মেয়ের পিতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত কন্যার বিবাহ দেবেন না মর্মে মুচলেকা দেন কন্যার পিতা।
ঘটনাস্থলে উপস্থিত সকলের সামনে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং বাল্য বিবাহ বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর