
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সার্ভিস ফট হিউম্যান বিং অর্গানাইজেশন( এসএইচবিও) উদ্যোগে "নিরাপদ পানির দাবিতে মানববন্ধন" অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) বিকালে হাতিয়া উপজেলায় মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয়রা, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ও বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।মানববন্ধনের মূল দাবি ছিল নিঝুমদ্বীপের জনগণের জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা।
মানববন্ধনে বক্তারা বলেন,নিরাপদ পানি শুধু একটি প্রয়োজন নয়, এটি আমাদের মৌলিক অধিকার। সুপেয় পানির অভাবে আমাদের শিশুরা রোগে আক্রান্ত হচ্ছে, নারীরা দুর্ভোগ পোহাচ্ছে এবং সার্বিকভাবে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
এসএইচবিওর যোগাযোগ সমন্বয়কারী মহব্বত হোসেন জানান,আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সুপেয় পানি প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার, অথচ এলাকার মানুষগুলো তাদের এই অধিকার থেকে বঞ্চিত, যা জিন্য তাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমরা নিঝুমদ্বীপের প্রতিটি মানুষ যেন সহজে ও নিরাপদভাবে সুপেয় পানি পেতে পারে, তার জন্য আমরা কর্তৃপক্ষের নিকট সদয় সহযোগিতা সহ দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন চাই।মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে সুপেয় পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, নলকূপ সংখ্যা বৃদ্ধি এবং পানির গুণগতমান পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
আরমান/সাএ
সর্বশেষ খবর