
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪৮) ও পথচারী সবুজ মিয়া (৪৫) নামে দুই জন নিহত হয়েছে।
বুধবার (২১ মে) সকালে উপজেলার হাজিরবাজার ও সিডস্টোর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজি গ্রামের মো. সামছুল হকের ছেলে এবং সবুজ মিয়া ভালুকা উপজেলার বর্তা গ্রামের জবান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার হাজিরবাজার এলাকায় একটি মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফা নিহত হন। অপরদিকে উপজেলার সিডস্টোর এলাকায় ওরিয়ন কারখানার সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় পথচারী সবুজ মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা সবুজ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ ও গাড়ি জব্দ করে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পৃথক দুর্ঘটনায় নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর