
ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকালে তিনজনকে আটক করেছে বিজিবি।
বুধবার (২১ মে) দুপুরে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপি ক্যাম্পের টহল চলাকালীন সময়ে সীমান্ত থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের সালিক মিয়ার পুত্র সাকিব (২৫), একই উপজেলার বক্তারপুর গ্রামের আরব আলীর পুত্র তাওহিদ (২৮) ও হবিগঞ্জ সদরের আব্দুল আওয়ালের পুত্র সাহিদ মিয়া (৩২)। পরে বুধবার সন্ধ্যায় তাদের হালুয়াঘাট থানায় সোপর্দ করেন বিজিবি।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, বিজিবি আটক করে তিন যুবককে থানায় হস্তান্তর করেছে। মামলার প্রস্তুতি চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর