
কমলা ঘোষণায় আমদানি করা এক কোটি ২৫ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস কর্মকর্তারা জানান, একদিনের মধ্যে গণনা (ইনভেন্টরি) সম্পন্ন হওয়ার পর তারা এর সঠিক মূল্য নির্ধারণ করতে পারবেন।
কাস্টমসের নথি অনুযায়ী, ঢাকাভিত্তিক আমদানিকারী প্রতিষ্ঠান আহসান করপোরেশন গত ১৫ মে চট্টগ্রাম বন্দরে আসা একটি চালানে কমলালেবুর কথা ঘোষণা করেছিল। আমদানিকারকের পক্ষে পণ্য খালাসের দায়িত্বে ছিল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড।
কাস্টমসের এআইআর (অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ) বিভাগের কর্মকর্তারা জানান, বন্দর থেকে পণ্য খালাসের জন্য আমদানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ এজেন্টের দাখিল করা নথিপত্র ভুয়া বলে সন্দেহ হয়। পরে একটি দল সরেজমিনে পরীক্ষা করে সিগারেটের কন্টেইনারটি খুঁজে পায়।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘কমলালেবুর নামে মিথ্যা ঘোষণা দিয়ে একটি চালান আসে চট্টগ্রাম বন্দরে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চালানটির ৪০ ফুটের একটি কনটেইনার তল্লাশি করে অস্কার ও ল্যামার ব্যান্ডের ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, কমলালেবু আমদানিতে করের হার ৯০ শতাংশ। আর সিগারেটের ক্ষেত্রে এই হার ৩২০ শতাংশ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত হতে পারে। মূলত রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে কমলালেবুর মিথ্যা ঘোষণা এবং জাল নথিপত্র ব্যবহার করে এসব সিগারেট আমদানি করা হয়েছে।
এতে প্রায় ৩০ কোটি ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর