
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদের হামলায় ৯ জন আহত হয়েছেন, এমনকি রেহাই পায়নি লাশটিও।
ঘটনাটি ঘটে শুক্রবার (২২ মে) রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায়। ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে থানার অবস্থান। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই উঠছে প্রশ্ন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন থাকা ছবদর আলী (৭০) বৃহস্পতিবার রাতেই মারা যান। সেই রাতেই অ্যাম্বুলেন্সে তার মরদেহ গ্রামের বাড়ি মুকবুলপুরে (পূর্বভাগ ইউনিয়ন) আনা হচ্ছিল। পথিমধ্যে তিলপাড়া এলাকায় রাস্তার মাঝখানে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে একদল ডাকাত। তারা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি ভাঙচুর করে, মরদেহের পাশে থাকা নারী ও পুরুষ স্বজনদের ওপর অমানবিক নির্যাতন চালায়। আহত হন নারীসহ ৯ জন। ছিনিয়ে নেওয়া হয় অর্ধলাখ টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন।
নাসিরনগর উপজেলার পূর্বভাগ ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, অ্যাম্বুলেন্স দিয়ে আমার বাবার লাশ আনা হচ্ছিল। হঠাৎ তিলপাড়া আসার পর ডাকাতের দল গাড়ি থামিয়ে টাকা ও মোবাইল সবকিছুই ছিনিয়ে নিয়ে যায়। তবে টাকা ও মোবাইল নিয়েছে দুঃখ নেই। আমার বাবার লাশের ওপরও তারা হামলা করেছে। এমন বর্বরতা মেনে নেওয়া কষ্টকর।
তিনি আরও বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও বিচারের দাবি জানাব।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কলটি রিসিভ করেননি।
রার/সা.এ
সর্বশেষ খবর