
জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী সুভাষ সরকারকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ মে) ভোর রাতে ২৬ বীর ইউনিটের একটি সেনা টহল দল উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামে এই অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ বীর ইউনিটের একটি সেনা টহল দল উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামে রাত ২টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত সুভাষ সরকারের বাড়িতে অভিযান চালায়। ২৬ বীর-এর বিএ-১১৮২১ লেফটেন্যান্ট শাহরিয়া তালুকদার রিফাত-এর নেতৃত্বে সেনা সদস্যরা সুভাষ সরকারের বাড়িতে তল্লাশি চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫,৫০০ টাকা এবং দুটি লাইটার উদ্ধার করে। আটককৃত সুবাস সরকার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত বলে জানা যায়।
এ ছাড়াও তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মোট ৬টি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে সিরাজগঞ্জে একটি খুনের মামলা, ধনবাড়ি ও জামালপুর সদর থানায় চুরি মামলা এবং সরিষাবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চারটি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বলে জানা গেছে। সেনা অভিযান শেষে সকাল ৭টা ৪০ মিনিটে তাকে সরিষাবাড়ী থানার এসআই মো. রফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
২৬ বীর-এর বিএ-১১৮২১ লেফটেন্যান্ট শাহরিয়া তালুকদার রিফাত জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর