
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে নাটোরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের পরিকল্পনা করা হয়।
এরই অংশ হিসেবে শনিবার (২৪ মে) সকাল ৯ টা হইতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নাটোর শহরের দীঘাপতিয়া এম.কে. কলেজ প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পেই পরিচালনা করা হয়।
এসময় স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় ১১৮২ ( একহাজার একশত বিরাআশি) জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
উল্লিখিত ক্যাম্পেইনে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের মেডিসিন, শিশু, প্রসূতি রোগ এবং সার্জিকাল বিশেষজ্ঞ ডাক্তারগণ এই এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।
১১৮২ ( একহাজার একশত বিরাআশি) জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয় মেডিসিন ৩৩০ জন, সার্জিক্যাল ৫০৪ জন, গাইনি ১৮১ জন, শিশু ১৬৬ জন।
রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও ক্রমান্বয়ে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাজশাহী বিভাগের জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ও মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।
আরমান/সাএ
সর্বশেষ খবর