
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আওয়ামীপন্থি কর্মকর্তা শাহেদ রেজাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যবিপ্রবি প্রকৌশল দপ্তরের সাবেক সহকারী প্রকৌশলী শাহেদ রেজাকে বরখাস্তের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ নিশ্চিত করেছেন।
যবিপ্রবির পরিবহন প্রশাসক ড. শিমুল ইসলাম শাহেদ রেজার বিরুদ্ধে পরিবহন দপ্তরের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দেন।
এছাড়াও যবিপ্রবি কর্মকর্তা শাহেদ রেজা বিশ্ববিদ্যালয়ের বাসে অবৈধভাবে যাত্রী তুলে ভাড়া আদায়, পূর্বে রিজেন্ট বোর্ড থেকে নির্ধারিত জরিমানাসহ মুচলেকা না দেওয়া, পরিবহন দপ্তরের বিভিন্ন সময়ের বিল-ভাউচারে লুকোচুরি ও ভাউচার না দেখিয়ে বিল নেওয়া, পরিবহনের তেল চুরির সাথে সংশ্লিষ্টতা, পরিবহনের যন্ত্রাংশ নষ্ট না হলেও অকেজো দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া সহ নানান অভিযোগ রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর