
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে আহত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৩২) নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আলী আকবর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল ৮টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর এবং একজন দর্শনার্থী গুলিবিদ্ধ হন। তাদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
একাধিক সূত্র জানায়, কারাগারে আটক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনের অনুসারী ও তার স্ত্রী তামান্না শারমিনকে নিয়ে কটূক্তি করে নিজের ফেসবুক আইডিতে প্রায়ই ভিডিও দিতেন আকবর। পাশাপাশি সাজ্জাদের স্ত্রী তামান্নাও আকবরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে নানা ভিডিও দিতেন।
আকবরের স্বজনদের দাবি, এ ঘটনায় কারাগারে বন্দী ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনের অনুসারীরা জড়িত।
রার/সা.এ
সর্বশেষ খবর