
কক্সবাজারের রামুর শীর্ষ সন্ত্রাসী শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার (২৫ মে) ভোরে উপজেলার গর্জনিয়ার মাঝিরকাটা এলাকায় চালানো এ অভিযানে গুলি, ধারালো অস্ত্র, সিসি ক্যামেরা ও টাকা গোনার মেশিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানের সময় শাহীন তার বাড়িতে ছিলেন না। তবে তার নবনির্মিত বাড়ি থেকে ১৯ রাউন্ড রাইফেলের গুলি, একটি টাকা গোনার মেশিন, দুটি দা, একটি ল্যাপটপ ও চারটি আইপি ক্যামেরা জব্দ করা হয়।
কক্সবাজার জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “শাহীন একজন চিহ্নিত অস্ত্র ও মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, শাহীনুর রহমান শাহীন ‘ডাকাত শাহীন’ নামে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে ৯টি ডাকাতি ও ছিনতাই, চারটি হত্যা, দুটি অস্ত্র এবং দুটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সাধারণ ডায়েরিও রয়েছে একাধিক থানায়।
স্থানীয় বাসিন্দারা জানান, শাহীন কেবল একজন পলাতক আসামি নন- তিনি রামুর মাঝিরকাটা ও আশপাশের এলাকার জন্য এক আতঙ্কের নাম। অস্ত্র, মাদক, গরু পাচার থেকে শুরু করে যত অবৈধ কারবার, সবকিছুই তার একক নিয়ন্ত্রণে। ভয়ভীতির রাজত্ব কায়েম করে পুরো এলাকাকে জিম্মি করে রেখেছে এই শীর্ষ সন্ত্রাসী।
স্থানীয়দের মুখে নাম নিতেই ভয়, চোখে মুখে আতঙ্ক। কেউ প্রতিবাদ করলে নিখোঁজ হওয়া বা হামলার শিকার হওয়া ছিল নিয়মিত ঘটনা। এক কথায়, ওই অঞ্চলে ‘ডাকাত শাহীন’ই ছিল আইন। তার বিরুদ্ধে একাধিকবার অভিযান চালানো হলেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অভিযানে অংশ নেওয়া বাহিনীর সদস্যদের ভাষ্য, সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। পলাতক শাহীনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর