
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জাতীয় কবি নজরুল ইসলাম বর্ণাঢ্য চরিত্রের অধিকারী ছিলেন। উনাকে নিয়ে সিনেমা বানালে বিশ্বব্যাপী সমাদৃত হবে। জাতীয় কবির দর্শন অনেক চমৎকার ছিল। নজরুল ইন্সটিটিউট সেগুলো অনুবাদের কাজ করছে। এখানে সরকারি কোনো প্রোপাগান্ডা থাকবে না। একটা সত্যিকার কাজ হবে।
রোববার (২৫ মে) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা।
‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করবে সরকার। তবে এই সরকারের আমলে হয়তো স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ হবে না। পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে এই কাজটা শেষ করতে হবে।
জুলাই আন্দোলনের কবি নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, আপনার যদি গত জুলাই মাসজুড়ে আন্দোলনের দিকে তাকান তাহলে দেখবেন নজরুল কি রকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। দেয়ালের লেখনিতে দেখবেন নজরুলের কবিতা গান কিভাবে ব্যবহৃত হয়েছিল। এটি কিন্তু শিল্পের শক্তি, আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান কবিতা লিখেছেন, উনি তখনও জানতেন না বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে। এটিকে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানসহ নজরুল পরিষদসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। সোমবার ২য় দিন জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে ও শেষ দিন ২৭ মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৭ মে) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার।
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর