
ছাত্র উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা ও সহকারী নিরপেক্ষতা হারিয়েছেন উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন প্রধান উপদেষ্টার উচিত সরকারের নিরপেক্ষতার স্বার্থে অবিলম্বে তাদের অপসারণ করা ।
গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা থাকলেও , অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ও কর্মকর্তা হয়ে পক্ষপাতমূলক ও বিতর্কিত আচরণ তাদেরকে নতুন রাজনৈতিক দলের অঘোষিত নেতা হিসেবে চিহ্নিত করেছে । তাদের অন্যায় কাজকে প্রশ্রয় দিলে প্রমাণিত হবে সরকার তাদের দলকে পৃষ্ঠপোষকতা করে কিংস পার্টি বানাচ্ছে ।
রবিবার (২৫মে) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহির শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ইউনিয়ণের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে বাদ্য বাজনা বাজিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে কর্মী সমাবেশে যোগ দেন। কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স তৃণমূলের সর্ব সাধারণের আস্থা ,ভালোবাসাযসিক্ত একমাত্র বহুমাত্রিক ও সর্ব বৃহৎ জনসম্পৃক্ত রাজনৈতিক দল আখ্যায়িত করে বলেন বিএনপিকে অবমূল্যায়িত করলে জনগণ বিক্ষুব্ধ হতে বাধ্য। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মতামতকে প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়ে বলেন বিএনপি জনগণের পালস বুঝে ওজন আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তব সম্মত কথা বলে ।দেশ , জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি সব সময় সাহসী ও আপোষহীন ভূমিকা পালন করতে বদ্ধ পরিকর। বিএনপি ও জনগণকে অগ্রাহ্য করে অতীতে কোন সরকার টিকে থাকতে পরে নাই। তিনি বলেন বিএনপি সংস্কার ও বিচার চায়, কিন্তু অনন্তকাল ধরে দেশকে অনির্বাচিত শাসন ও গণতন্ত্রহীন রাখতে চায় না। তিনি অবিলম্বে সংস্কার ও বিচার শুরু করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। তিনি বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে নচেৎ দেশের বিরাজমান সংকট আরও ঘনীভূত হবে।
তৃণমূল পর্যায়ে বিএনপিকে পুনর্গঠন ও অধিকতর শক্তিশালী করতে আয়োজিত কর্মী সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী,আলী আশরাফ ,কাজী ফরিদ আহমেদ পলাশ ,মিজানুর রহমান মিজান ,শফিকুর রহমান ,মোনায়েম হোসেন খান খোকন ,বিএনপি নেতা আলহাজ্ব পরান আলী কাঞ্চু,গোলাম মোস্তফা সরকার ,ফখরুল ইসলাম ,লূৎফর রহমান ,সালাহ উদ্দিন বিশ্বাস,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল কালাম নিলু ,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম শাহিন ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়জুর রহমান তালুকদার ।
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর