বালিয়াকান্দিতে বহিরাগত কলেজ শিক্ষকের দ্বারা স্কুল শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে দ্বিতীয় দিনেও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বুধবার সকাল থেকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি উচ্চ
বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে
লাঠিসোটা হাতে বিক্ষোভ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রধান শিক্ষক পলাশ
কুমার দে প্রশাসনের সহযোগিতা চান।
বেলা ৩টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার এবং উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) এহসানুল হক শিপন। এ সময় সহকারী কমিশনার শিক্ষার্থীদের কাছ থেকে ঘটনার
বিবরণ শোনেন।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কমিটির সদস্য, অভিভাবক এবং শতাধিক
শিক্ষার্থীর উপস্থিতিতে প্রধান শিক্ষক পলাশ কুমার দের পদত্যাগের দাবি জানানো
হয়। উপায়ান্তর না দেখে তিনি সহকারী কমিশনারের উপস্থিতিতে লিখিতভাবে
পদত্যাগপত্র জমা দেন।
ঘটনার সূত্রপাত গত সোমবার বিকেল আড়াইটা নাগাদ। আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষকের বন্ধু পরিচয়ে উপজেলার নারুয়া মুনছুর আলী কলেজের প্রভাষক আওলাদ
হোসেন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে আসেন। ক্লাস চলাকালীন তিনি
ছাত্রীদের পড়া ধরার অজুহাতে তাদের হাত ধরে টানাটানি, পিঠে হাত রাখা, প্রেমের
প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন অশোভন আচরণ করেন।
ছাত্রীরা বিষয়টি প্রধান শিক্ষককে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এর
প্রতিবাদে মঙ্গলবার থেকেই শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন
শুরু করে এবং অভিযুক্ত কলেজ শিক্ষক আওলাদ হোসেন ও প্রধান শিক্ষক পলাশ কুমারদে’র শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন বলেন, শিক্ষার্থীদের
আন্দোলনের মুখে প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও
সম্মান রক্ষায় প্রশাসন সজাগ রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর