
বাংলাদেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন সেবা দিচ্ছে ‘নোশনহাইভ’। বিশ্বজুড়ে ইন্টিগ্রেটেড এজেন্সি বা ‘ফুল-সার্ভিস ডিজিটাল স্টুডিও’ মডেল জনপ্রিয় হলেও, দেশের প্রেক্ষাপটে বিষয়টি এখনও নতুন। তবে, নোশনহাইভ একমাত্র প্রতিষ্ঠান হিসেবে মার্কেটিং, ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপমেন্ট, কনটেন্ট প্রোডাকশন, ব্র্যান্ডিংসহ সকল ডিজিটাল সেবার সমন্বিত সুবিধা একসাথে, একই টিমের মাধ্যমে প্রদান করে আসছে।
এতে করে আলাদা আলাদা এজেন্সির সঙ্গে কাজের ঝামেলা কিংবা সময় ও বাজেটের সমস্যা নেই। এক ছাদের নিচে ক্লায়েন্টরা পাচ্ছেন প্রয়োজনীয় সব ডিজিটাল ও প্রযুক্তি সহায়তা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, “এটি নতুন কিছু নয়, তবে বাংলাদেশের মার্কেটে কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন ছিল এবং আমরা তা সফলভাবে করে দেখাচ্ছি। ক্লায়েন্টদের বিশ্বমানের সেবা দিতে আমাদের টিমে রয়েছে অভ্যন্তরীণ প্রশিক্ষণপ্রাপ্ত, ডেডিকেটেড টিম লিড ও অভিজ্ঞ স্পেশালিস্ট।”
প্রতিষ্ঠানটির দাবি, এক জায়গা থেকে ব্র্যান্ডিং ও টেকনোলজি সেবা পাওয়ার এই মডেল দেশের মার্কেটে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এতে করে সময়, মান ও খরচ—সবকিছুই থাকবে ক্লায়েন্টদের নিয়ন্ত্রণে, ফলে আধুনিক ব্র্যান্ড ও ব্যবসাগুলোর জন্য নোশনহাইভ হতে পারে এক বিশ্বস্ত সমাধান।
সর্বশেষ খবর