
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা ভারি বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের ফলে ভোলার চরফ্যাশন উপজেলার প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এতে জনজীবনে চরম বিপর্যয় নেমে এসেছে।
উপজেলার মূল ভূখণ্ডের বাইরে মুজিবনগর, ঢালচর ও কুকরি মুকরি ইউনিয়নের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া চর মানিকা, আহাম্মদপুর, নুরাবাদ, নীলকমল, আসলামপুর ও চর মাদ্রাসা ইউনিয়নেরও কিছু অংশে পানি ঢুকে পড়েছে। এসব এলাকায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং কৃষিজমিতে হাঁটুসমান জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া বহু গবাদি পশু খাবারের সংকটে পড়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলায় ২৬৫টি সাইক্লোন শেল্টারের মধ্যে ১৯৭টি প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবীরা প্রস্তুত রয়েছে।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে তাদের ঘরবাড়ি, গবাদি পশুর খামার ও মাছের ঘের পানিতে ডুবে গেছে। ফলে তীব্র খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য পরবর্তী দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর