
গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় টানা দুই দিনের ভারী বৃষ্টিতে পানি অপসারণের পথ বন্ধ হয়ে যাওয়ায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়কে জমে থাকা পানির কারণে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী এবং যানবাহন চালকরা।
শুক্রবার (৩০ মে) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং পরিবেশ রক্ষায় প্রাচীন মোঘরখালের সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দূষণজনিত ভোগান্তি কমবে বলে আশা করা যাচ্ছে।
গাজীপুর সিটি কর্পোরেশন ইতোমধ্যে সেনাবাহিনীর সহায়তায় মোঘরখাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। এ প্রকল্পের আওতায় খালের সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, এবং পরিষ্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিদর্শনের সময় সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর