
নাটোরে সিংড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। আজ (শনিবার, ৩১ মে ২০২৫) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদাত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাশরিফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, সদস্য সারোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর