
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখায় আজ রবিবার ছয় কর্মকর্তা রহস্যজনকভাবে অচেতন হয়ে পড়েছেন। কুলিয়ারচর বাজারের হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকটিতে এই ঘটনা ঘটে।
আক্রান্ত কর্মকর্তারা হলেন—ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, কর্মকর্তা সিয়াম রহমান, হোসনা বেগম, সৌমিক জামান খান, নিরাপত্তা প্রহরী কামাল মিয়া ও মেরিন আক্তার।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে কয়েকজন গ্রাহক ব্যাংকে এসে দেখেন কর্মকর্তারা অসুস্থ হয়ে বমি করছেন এবং চারদিকে বিষাক্ত গন্ধ ছড়িয়ে পড়েছে। দ্রুতই তারা অচেতন হয়ে যান। স্থানীয়দের সহায়তায় প্রথমে দুইজনকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চারজনকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কুলিয়ারচর থেকে দুজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও, তারাও বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান।
স্থানীয় ব্যবসায়ী তোফায়েল আহমেদ ভুলন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় অচেতন কর্মকর্তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ব্যাংকে কোনো লুটপাট হয়নি।
স্থানীয় বাসিন্দা ফয়জুল ইসলাম জানান, তিনি দ্রুত ঘটনাস্থলে এসে সিয়াম ও হোসনা নামের দুইজনকে হাসপাতালে নিয়ে যান।
ভৈরব-কুলিয়ারচর সার্কেলের এএসপি নাজমুস সাকিব জানান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজ দেখে ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানা যাবে। ব্যাংকটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।
কুলিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কর্মকর্তাদের অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে নেয়ার পর অক্সিজেন দেয়ার পর তারা কিছুটা সুস্থ হয়েছেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর