
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সোমবার (২ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে। রোববার (১ জুন) সিইসির একান্ত সচিব মো. আশ্রাফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ফোন দিয়েছিলেন। তাদের একটি প্রতিনিধি দল কাল সাক্ষাতের সময় চেয়েছিলেন। সিইসি সোমবার দুপুর ১২ টায় সময় দিয়েছেন। তারা চার পাঁচজন আসতে পারেন।
ইসি সূত্র জানায়, নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আলোচনা করার কথা রয়েছে। এছাড়া নির্বাচনের সার্বিক দিক নিয়েও আলোচনা হতে পারে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর