
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় র্যাবের অভিযানে একটি গোপন জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।
সোমবার (৩ জুন) গভীর রাতে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর একটি দল।
এ সময় তার কাছ থেকে ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির একটি মেশিন উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রিয়াজ হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাসায় জাল টাকা তৈরি করে আসছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব জাল নোট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করা হতো।
অভিযানকালে বাড়িটির একটি কক্ষকে কারখানার মতো করে সাজানো অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে বিপুল পরিমাণ ছাপার কাগজ, প্রিন্টার, কাটার মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। র্যাবের কর্মকর্তারা জানান, জাল নোট তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতি খুব অত্যাধুনিক না হলেও অত্যন্ত চতুরতার সঙ্গে এগুলো প্রস্তুত করা হতো, যা সাধারণ মানুষের পক্ষে সহজে বোঝা কঠিন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, র্যাব আটককৃত রিয়াজকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও জাল নোট সংক্রান্ত আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মধ্যে এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
র্যাব-৪ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই ধরনের অপরাধচক্র নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর