নড়াইল: আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে নড়াইলের কামারপাড়ায় ব্যস্ততা বেড়েছে। দা, বটি, ছুরি-সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে দিনরাত কাজ করছেন কামাররা। নতুন সরঞ্জাম তৈরি করার পাশাপাশি পুরনো সরঞ্জামগুলোতে শান দিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, নড়াইল জেলা শহরের রুপগঞ্জ বাজার, লোহাগড়া জামরুল তলা, মাইকপট্টি, এড়েন্দা বাজার, কলাগাছি বাজার, মিঠাপুর বাজার, লাহুড়িয়া বাজারসহ কালিয়া উপজেলার বিভিন্ন কামারশালায় কর্মব্যস্ততা বেড়েছে। কেউ কয়লার আগুনে বাতাস দিচ্ছেন, আবার কেউ গরম লোহা পিটিয়ে পশু জবাই করার সরঞ্জাম তৈরি করছেন।
লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজারের কামার সাগর বকসী জানান, সারা বছর কাজের চাপ কম থাকলেও কোরবানি ঈদে ব্যস্ততা বাড়ে। পুরোনো ছুরিতে শান দিতে ৫০ থেকে ৬০ টাকা এবং ছোট চাপাতিতে ১০০ থেকে ১৫০ টাকা ও বড় চাপাতিতে ২০০ থেকে ২৫০ টাকা নেওয়া হচ্ছে।
আরেক কামার হৃদয় জানান, কোরবানি ঈদের কাজ শুরু হয়েছে। বর্তমানে লোহা ও কয়লার দাম বেশি। নতুন চাপাতি কেজি দরে বিক্রি হচ্ছে, যার দাম ১২০০ থেকে ১৪০০ টাকা।
ক্রেতা মনিরুজ্জামান বলেন, কোরবানির গরুর মাংস কাটার জন্য নতুন চাপাতি তৈরি করতে দিয়েছিলেন, সেটি নিতে এসেছেন। বাজারে ভালো চাপাতি পাওয়া যায় না, তাই এক কেজি ওজনের ইস্পাত দিয়ে নতুন চাপাতি বানাতে দিয়েছেন। তবে এ বছর চাপাতির দাম অনেক বেশি মনে হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও কোরবানি ঈদকে কেন্দ্র করে তাদের বিক্রি বেড়েছে। তবে কয়লা, লোহাসহ সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় আগের মতো লাভ হচ্ছে না।
সর্বশেষ খবর