
নাটোর: লালপুরে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জহুরুল ইসলাম (৪০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। জহুরুল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হজরত সরদারের ছেলে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে চর মহাদিয়াড় এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
লালপুর ফায়ার স্টেশন কর্মকর্তা একেএম লতিফুল বারী জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে এলাকাবাসীর সহায়তায় জহুরুলের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। এর আগে, সোমবার দিনভর লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নদীতে উদ্ধার তৎপরতা চালান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর