
শাহজাদপুরে একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে লামিয়া (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লামিয়া স্থানীয় পোশাককর্মী নাজিম উদ্দিন ও মিনা দম্পতির মেয়ে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন বিয়ের পর শ্বশুরবাড়ির কাছে বসতবাড়ি করে বসবাস করছিলেন। তিনি ও তাঁর স্ত্রী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁদের দুই মেয়ে নানার বাড়িতে থাকত। গতকাল বিকেলে লামিয়া নানাবাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন তার নানা আব্দুর রশিদ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, শিশু লামিয়ার মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল এবং তার হাত-পা বাঁধা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানায়, বিন্নাদাইর গ্রামের যে বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেটি স্থানীয় এক আওয়ামী লীগ নেত্রীর। তিনি পলাতক থাকায় বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল।
সর্বশেষ খবর