
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ইউনিয়নের গোপালপুর ভুইয়াপাড়ায় অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় মদ উৎপাদন ও সংরক্ষণের দায়ে পাঁচজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে চারটি বাড়ির আঙিনা ও পেছনের অংশে মাটির নিচে লুকানো অবস্থায় আনুমানিক ২৫০-৩০০ লিটার মদ তৈরির সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ তাহের প্রাং (৬৯), মোছাঃ ববিতা মালো (৪০), পিসিলা মালো নাজমা (৪৩), মাসুম সরকার (৪০) এবং দিপালী রোজারিও (৫৭)। তারা সকলেই গোপালপুর ভুইয়াপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মদ তৈরির গোপন কার্যক্রম চলছিল। সেনাবাহিনীর এই হস্তক্ষেপে এলাকায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা মনে করেন।
স্থানীয় প্রশাসন মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দিয়েছে।
সর্বশেষ খবর