
সিরাজগঞ্জ: ঈদ উদযাপনের জন্য স্ত্রীকে নিয়ে বগুড়ার নন্দীগ্রামে গ্রামের বাড়ি যাচ্ছিলেন সৈকত আহমেদ (২৩)। ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় পৌঁছালে বাসের সুপারভাইজার জানান, বাসটি আর বগুড়া যাবে না।
এ নিয়ে সৈকতের সঙ্গে বাসের সুপারভাইজার ও হেল্পারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা চলন্ত বাস থেকে সৈকতকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সৈকত।
বুধবার দুপুরে হাটিকুমরুলের রাধনাগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সৈকত আহমেদ বগুড়া জেলার নন্দিগ্রাম থানার হাজার বেগুনীপাড়া গ্রামের সোলেমানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, বাসটি আটক করা হয়েছে। তবে সুপারভাইজার ও হেল্পার পলাতক। যেহেতু এটি হত্যাকাণ্ড, তাই মরদেহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর