
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, আওয়ামীপন্থী পুলিশের ওপর ভরসা করে সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব নয়।
বুধবার আশুলিয়ার এলাহি কমিউনিটি সেন্টারে ধামসোনা ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
ডা. সালাউদ্দিন বাবু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে জনগণের উদ্দেশ্যে বলেছেন, বিএনপি চায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হোক। আমরা আশা করি, বর্তমান অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। এর মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণ করলে দেশের গণতন্ত্রে স্থিরতা ফিরে আসবে।
ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা শরীফুল আলম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসাইন মুন্সী।
মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হানিফ রানা, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, আশুলিয়া থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাহফুজা পলি, ধামসোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইদ্রিস আলী ভূঁইয়া, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাকির পাঠানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর