
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পরকীয়ার সন্দেহের জেরে শ্যালিকার হাতে দুলাভাই খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া সদরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুলু মিয়া (৩৫) ওই এলাকার শওকত আলীর ছেলে। অভিযুক্ত চাঁদনী (১৬) একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় দুলু মিয়া তাঁর স্ত্রী মনি বেগমকে মোবাইলে কথা বলতে দেখে সন্দেহ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাঁদনী কাপড় কাটার কাঁচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করেন।
স্থানীয়রা দুলু মিয়াকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই চাঁদনী পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর