
গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু জানান, সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের নছির উদ্দীনের ছেলে ও অটোচালক গনি মিয়া (৪০), সাজ্জাদ মিয়ার ছেলে লিয়াকত (১৮) এবং ওয়াদুদ মিয়ার ছেলে ইবনুল (১৮)।
স্থানীয়রা জানান, বিকেলে দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ওসি জুলফিকার আলি ভুট্টু আরও জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং মরদেহ থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ খবর