ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সরকারি গাড়ি তাঁর পরিবারের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হওয়ায় দর্শনার্থীরা ব্যাপক ক্ষোভ ও সমালোচনা করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে এসিল্যান্ডের স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা সরকারি গাড়িতে চড়ে ঐতিহ্যবাহী রামরায় পার্কে ঘুরতে যান।
বর্তমানে নির্বাচনী দায়িত্বে থাকা এই সরকারি গাড়িতে করে ব্যক্তিগত বিনোদনের জন্য রামরায় পার্কে যাওয়ায় দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত অনেক দর্শনার্থী বলেন, "সরকারি গাড়ি নিয়ে পরিবারের বিনোদন এটা বেমানান, এটি রাষ্ট্রীয় অন্যায়, রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করা।"
দর্শনার্থী ইতি বলেন, "এসিল্যান্ডের পরিবার কেন ব্যক্তিগতভাবে সরকারি গাড়িটি ব্যবহার করবে? এটি হয় না।" আরেক দর্শনার্থী ফিরোজ কবির বলেন, "এসিল্যান্ডের গাড়িতে তাঁর পরিবার আসায় এখন তারা বিশেষ সুবিধা পাবে। তাদের সব জায়গায় বেশি প্রাধান্য দেওয়া হবে। এটি ঠিক নয়। তিনিও দেশের নাগরিক, আমরাও নাগরিক।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পরিমল রায় বলেন, "দেশের আইনে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। একজন আইন পালনকারী যদি আইন অমান্য করে, তাহলে আইনটা মানবে কে?"
এদিকে সরকারি আইনে বলা আছে, এসিল্যান্ডের গাড়ি কোনোভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। তবে তিনি অনুমোদন সাপেক্ষে ভাড়া নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিতে পারেন। কোনোভাবেই পরিবারের সদস্যদের জন্য গাড়িটি একা ছেড়ে দিতে পারেন না।
এ বিষয়ে বক্তব্য নিতে এসিল্যান্ড মজিবুর রহমানের মুঠোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর