বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন— দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে আজিজার রহমান (৫৫) ও নাজিম উদ্দিন মন্ডলের ছেলে চান মিয়া (সুইট) (৫০)। চান মিয়া (সুইট) কৃষক ও আজিজার রহমান আনসার সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দামরুলের মাঠে আলুর জমি সেঁচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন চান মিয়া। একই পথে যাওয়ার সময় আজিজার রহমান তাঁর মোটরসাইকেলে উঠেন। মোটরসাইকেলটি দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জন রাস্তায় ছিঁটকে পড়ে যায়। ঘটনাস্থলেই আজিজার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চান মিয়াকে উদ্ধার করে দ্রুত বিজরুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর