
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হত্যাকাণ্ডের শিকার বিএনপি নেতা ইলিয়াস মিয়াকে (৪০) দাফন করা হয়েছে। রবিবার (৮ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ি জামে মসজিদ কমপ্লেক্স মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে খানাবাড়ি সামাজিক কবরস্থানে তার বড় ভাই মোজাম্মেল মিয়ার কবরের পাশে তাকে দাফন করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় জানাজার আগে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডা. সাদিক হোসেন, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টুটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ এবং বিএনপি নেতা আবু তাহের। জানাজায় উপজেলা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজারো মুসল্লি অংশ নেন।
উল্লেখ্য, শুক্রবার (৬ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইলিয়াস মিয়া মাছের খামার থেকে বাড়ি ফেরার পথে গানডার বিল খানাবাড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। রড দিয়ে এলোপাতাড়ি মারধরের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ জুন) বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইলিয়াস মিয়া রামভদ্র খানাবাড়ি এলাকার মৃত আব্দুল ব্যাপারীর ছেলে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর