
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অন্তরা আক্তার (২৫) নামের এক প্রবাসফেরত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার শিদলাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, গতকাল রবিবার রাত ১১টার পর কোনো এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে।
নিহত অন্তরা আক্তার শিদলাই গ্রামের ভ্যানচালক কামাল হোসেনের মেয়ে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন এবং দুই মাস আগে দেশে ফেরেন। তার তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে অন্তরা তার শিশু সন্তানকে নিয়ে শোবার ঘরে ঘুমাতে যান। আজ ভোরে শিশুটিকে ঘরের বারান্দায় হাঁটতে দেখে অন্তরার মা সুবর্ণা আক্তার তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে তিনি দেখেন, অন্তরা ওড়না দিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে আছেন। পরে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
নিহতের বাবা কামাল হোসেন জানান, প্রায় পাঁচ বছর আগে কিশোরগঞ্জের হাবিবুর রহমান সালামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তিনি জানতে পারেন, সালাম আরেকটি বিয়ে করেছেন। এরপর থেকে অন্তরা শিশুসন্তানসহ তাদের বাড়িতে বসবাস করছিলেন। পরে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি সৌদি আরবে যান এবং দুই মাস আগে দেশে ফেরেন।
এ ঘটনায় নিহতের বাবা কামাল হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসানাত জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর