
নরসিংদীর শিবপুরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিনজনই বন্ধু ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিহতরা খেলার জার্সি কেনার জন্য নরসিংদী শহরে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে বান্দারদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দুটি যাত্রীবাহী বাস একটি অপরটিকে ওভারটেক করার সময় তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অপুরও মৃত্যু হয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাস একে অপরকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর