
গত দশ বছরের মধ্যে চামড়ার সর্বোচ্চ দাম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়ৎ পরিদর্শনকালে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোরবানির ঈদে একদিনে বিপুল পরিমাণ চামড়া সরবরাহ হওয়ায় সরকার লবণ দিয়ে তা সংরক্ষণের ব্যবস্থা করেছে। এর ফলে বাজারে চামড়ার দাম বেড়েছে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, কিছু মৌসুমি ব্যবসায়ীর ভুল ও অযাচিত জ্ঞানের কারণে কিছু চামড়া পচে গেছে। তবে ছাগলের চামড়ার ক্ষেত্রে সরকারি মূল্য অনুসরণ করা হচ্ছে না, যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সরকার চামড়া সংরক্ষণে সক্ষমতা বাড়াতে লবণ সরবরাহ, তথ্যচিত্র তৈরি, পোস্টার বিতরণ এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে বয়ান দেওয়ার ব্যবস্থা করেছে। এছাড়াও, কাঁচা চামড়াসহ ওয়েট ব্লু চামড়ার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, যা চামড়ার চাহিদা বাড়াতে সহায়ক হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবুল হায়াত, পুলিশ সুপার আমজাদ হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এবং চামড়া সমিতি গ্রুপের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর