
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ (৫২) নামের এক সাবেক সেনা সদস্য মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আটটার দিকে তিনি মারা যান।
আব্দুল হামিদ বড়াইগ্রাম উপজেলার মাড়িয়া গ্রামের খবির উদ্দিন মোল্লার ছেলে।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, গত মঙ্গলবার রাতে কাজ শেষে মোটরসাইকেলে করে বড়াইগ্রাম থেকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরে নিজ বাড়িতে ফেরার পথে আগ্রান সূতিরপাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল হামিদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর