
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি নগরের হালিশহর এলাকার বাসিন্দা। এ নিয়ে গত তিন দিনে চট্টগ্রামে মোট চারজন করোনা রোগী শনাক্ত হলেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় বুধবার (১১ জুন) এই তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় জানায়, নগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এপিক হেলথ কেয়ারে নমুনা পরীক্ষায় ওই যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে তিনজন চট্টগ্রাম নগরের এবং একজন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।
চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, আক্রান্তদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, “চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঢাকার নির্দেশনা মোতাবেক আমরা নমুনা পরীক্ষা করছি।”
৬৫ বছরের বেশি বয়সীদের সুরক্ষার জন্য মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেন জানান, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। তিনি ভিড় এড়িয়ে চলা ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, চমেক হাসপাতাল, সিভাসু, বিআইটিআইডি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, চসিকের পক্ষ থেকে একটি সার্ভিস সেন্টার চালু করা হবে, যেখান থেকে মানুষ করোনার বিষয়ে তথ্য জানতে পারবেন।
উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে প্রথম করোনার সংক্রমণ শুরু হওয়ার পর দুই বছরে ১ লাখ ২৯ হাজার ৫১৭ জন রোগী চিকিৎসা নিয়েছিলেন এবং ১ হাজার ৩৭০ জন মারা যান। সম্প্রতি আইসিডিডিআরবি'র গবেষকরা করোনার নতুন ধরন এক্সএফজি ও এক্সএফসি শনাক্ত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর