
ঢাকার কেরানীগঞ্জে জাকির হোসেন (২৮) নামের এক অটো রিক্সাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার শাক্তা ইউনিয়নের নরুন্ডি এলাকায় কিংস্টার হাউজিং প্রকল্পের ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাকির হোসেন মাদারীপুর সদর থানার আব্দুল জলিল ভূঁইয়ার ছেলে।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, জাকিরের গলায় গামছা পেঁচানো ছিল এবং তার ডান হাতের কব্জি কাটা অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন হওয়া কব্জিটিও উদ্ধার করা হয়েছে।
নিহতের বাবা জলিল ভূঁইয়া জানান, জাকির পরিবারের সঙ্গে কেরানীগঞ্জে ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন। মঙ্গলবার রাতে কে বা কারা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে খবর দিলে তিনি গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) ইলিয়াস হোসেন জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার অধিকতর তদন্তের জন্য পিবিআই ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর