
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চরনুরুল আমিন গ্রামে সালিশী বৈঠক অমান্য করায় একটি জেলে পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. আনিছের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল মন্নান জানান, গত ৮ জুন নীলকমল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আনিছের নেতৃত্বে সালিশ বৈঠক বসে। মন্নানের ভাই আবু সাইদের সাথে তার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য এই সালিশের আয়োজন করা হয়।
মন্নানের অভিযোগ, সালিশের রায় মনঃপূত না হওয়ায় আনিছ ও তার লোকজন তাদের ওপর হামলা করে। হামলায় মন্নান, তার স্ত্রী রিনা, ছেলে বাচ্চু ও মাকসুদসহ পাঁচজন আহত হন। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মন্নান বাদী হয়ে দুলারহাট থানায় আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আবু সাইদের স্ত্রী মালেকা জানান, পারিবারিক বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা আনিছকে সালিশের জন্য জানানো হয়। সালিশ চলাকালে মন্নান বিচার মানতে না চাওয়ায় উভয়পক্ষের মধ্যে মারামারি হয়।
অভিযুক্ত বিএনপি নেতা আনিছ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মন্নান ও তার পরিবারের লোকজন সালিশে তাদের অপমান করেছে এবং তাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর