
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের শাহপুর এলাকা থেকে মালিকবিহীন ৯টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। বৃহস্পতিবার ভোরে এসব গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশাউড়া বিওপির সদস্যরা শাহপুর নামক স্থানে অভিযান চালায়। সীমান্ত পিলার ১২২২/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব গরু আটক করা হয়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে যায়।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ কে জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
রার/সা.এ
সর্বশেষ খবর