
ঢাকার সাভারে আশুলিয়ায় ছুরিকাঘাতে হত্যার পর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত মাসুদ মিয়া ওরফে জামাই মাসুদ রানাকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর এই তথ্য জানান। এর আগে, বুধবার গভীর রাতে আশুলিয়ার বাইপাইল এস.এ পরিবহনের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামধলা গ্রামের সোলেমান মিয়ার ছেলে। পুলিশ জানায়, মাসুদ দীর্ঘদিন ধরে বাইপাইল ও এর আশেপাশের এলাকায় ছিনতাই করে আসছিলেন। তিনি একজন পেশাদার ছিনতাইকারী। মাসুদের ছুরিকাঘাতে নিহত খোকন রংপুর জেলার মিঠাপুকুর থানার বালুয়া ভাটারপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বগাবাড়ি এলাকায় রাত সাড়ে তিনটার দিকে খোকন মিয়া ও তার স্ত্রী জাহিদা খাতুন ওরফে বন্যাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন মাসুদ। খোকন মিয়া বাধা দিলে মাসুদ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী জাহিদা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে শাহীনুর কবীর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার বাইপাইল ও এর আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাইপাইল এস.এ পরিবহনের সামনের একটি কাভার্ডভ্যানের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ খবর