
ঈদের ছুটি শেষে বগুড়ার শেরপুর উপজেলার ধুনটমোড়ে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে। ঢাকা ও অন্যান্য গন্তব্যের উদ্দেশ্যে ধুনটমোড় ঢাকা বাস কাউন্টারে সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
তীব্র গরমের কারণে যাত্রীরা ট্রাকে যাতায়াতে আগ্রহ দেখাচ্ছেন না। তাদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া ও ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা বাসকেই একমাত্র ভরসা হিসেবে বেছে নিয়েছেন।
ঢাকাগামী যাত্রী মোবারক হোসেন জানান, পূর্বে ট্রাকে যাতায়াত করলেও গরমের কারণে এখন বাসে যেতে বাধ্য হচ্ছেন।
বাস কাউন্টার সূত্র জানায়, যাত্রীদের জন্য যাত্রী ছাউনি ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে যাত্রীদের চাপ তিনগুণ বেড়েছে। চাহিদা পূরণে বাড়তি বাস চালু করা হলেও তা যথেষ্ট নয়। অনেক যাত্রী দাঁড়িয়ে গন্তব্যে রওনা দিচ্ছেন।
যাত্রীদের অভিযোগ, নিয়মিত চলাচলকারী বাসের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। তবে, নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ অর্থ দিলে টিকিট পাওয়া যাচ্ছে। তারা জানান, ৩০০ টাকার ভাড়া ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা জানান, যাত্রীচাপ ও যানজটের কারণে বাসগুলো সময়মতো ফিরতে পারছে না। তবে, পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
ট্রাফিক পুলিশ সার্জেন্ট রমজান আলী জানান, যাত্রীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউন্টার ব্যবস্থাপনার ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর