
ফরিদপুরের সদরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের নলেরটেক গ্রামে শেখ নুরুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম জানান, আগুনে নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণালংকারসহ প্রায় সাত লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। বসতঘর হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছে।
চরভদ্রাসন ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুর্তজা ফকির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর