
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জহির উদ্দিন মিন্টু (৫২) নামের এক যুবলীগ নেতাকে অপহরণ করে মারধর এবং ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে যৌথবাহিনী তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এর আগে বুধবার রাত ৯টার দিকে এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বইক্যার পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত সন্দেহে জাহেদ নামের একজনকে আটক করে সেনাবাহিনী। পরে সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী জহির উদ্দিন নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার আব্দুল কাদেরের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
জহিরের ছোট ভাই মো. সোহেল (৩৫) জানান, তার ভাই ডলু নদী থেকে বৈধভাবে ইজারা নেওয়া জায়গায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ভিটা ও গর্ত ভরাট করেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বালু ভরাটের কথা বলে এওচিয়া ইউনিয়নের বইক্যার পাড়া এলাকায় আসতে বলেন। সেখানে গেলে তাদের ওপর হামলা করা হয়।
সোহেল আরও জানান, অপহরণকারীরা প্রথমে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাদের হত্যার হুমকি দেয়। পরে তাকে মুক্তিপণ নিয়ে আসার জন্য ছেড়ে দেওয়া হয়।
সাতকানিয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজ জানান, মুক্তিপণ দেওয়ার আগেই সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জহির উদ্দিন মিন্টুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম জানান, অভিযোগ পাওয়ার পরপরই যৌথবাহিনী অভিযান শুরু করে এবং সাড়ে ৮ ঘণ্টা পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ খবর