
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুরের মধ্যে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী-নোয়াকোট সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতদের মধ্যে ৪টি পরিবারের সদস্য রয়েছে। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ ও ৮ বছর বয়সী ৮ জন শিশু রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, তারা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন এবং সেখানে তাদের বাড়িঘরও রয়েছে।
নোয়াকোট বিওপি ক্যাম্পের হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল পুশ-ইনের শিকার ৪টি পরিবারের ১৭ জন সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার কুলিয়া ঘাটের সামসুল আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৫), তার স্ত্রী মোছাঃ আরজিনা বেগম (২৮), তাদের ছেলে মো. জাহিদ হাসান (১০), মো. জাহেদুল ইসলাম (০৬) ও মেয়ে ফেরদৌসী বেগম (০৪)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি গোগারকুটি এলাকার সফিকুল ইসলামের ছেলে মো. শরীফুল ইসলাম (১৮) ও মো. সুজন আলী (২৫), মো. সুজন আলীর স্ত্রী ফজলে বেগম (২৩), মো. সুজন আলীর মেয়ে সুমাইয়া (০৫) ও ছেলে মো. ইব্রাহিম (১৮ মাস)। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী-নাকারগঞ্জ এলাকার মো: নূর হোসেনের ছেলে মো: মহুবর আলী (৩০), মহুবর আলীর স্ত্রী মনিরা বেগম (২২), মহুবর আলীর ছেলে মো: মীর হোসেন (০৩), মহুবর আলীর মেয়ে মোর্শেদা খাতুন (০৯), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী-গাবতলা বাজার এলাকার গোবিন্দ চন্দ্রের ছেলে মিঠুন চন্দ্র (২৪), মিঠুন চন্দ্রের স্ত্রী দীপ্তি (২২) এবং মিঠুন চন্দ্রের মেয়ে তুলসী (০২)।
এর আগে গত ২৮ মে এই সীমান্ত দিয়ে বিএসএফ আরও ১৬ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছিল।
নোয়াকোট বিওপি ক্যাম্পের হাবিলদার মোঃ শফিকুল ইসলাম জানান, আটককৃতদের ছাতক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সর্বশেষ খবর