
যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ জুন) সকালে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মদ ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র ব্যবসার মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ রয়েছে। প্রায় এক যুগ আগে শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে অপরাধ জগতে তার উত্থান হয়।
২০১২ সালে ইজিবাইকচালক শামিমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে পিচ্চি রাজা আলোচনায় আসে। এরপর থেকে ছিনতাই, বোমাবাজি, মাদক পাচার, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার নাম জড়িয়ে পড়ে।
আটক পিচ্চি রাজাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।
সর্বশেষ খবর